ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ওয়েব ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান। আজ ঠিক বেলা ৪ টের সময় শুরু হল প্রাইমারি টেট এর ফর্ম ফিল আপ । আবেদন করা যাবে ৩ নভেম্বর, ২০২২ পর্যন্ত। 

আবেদনের লিঙ্ক – Apply Now

 

কারা আবেদনের যোগ্য

 

NCTE নিয়ম অনুযায়ী যোগ্যতা রাখা হয়েছে।

আবেদনকারীদের ৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ এবং ডি এল এড ডিপ্লোমা থাকতে হবে। 

অথবা, ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ ও চার বছরের বি এল এড ডিগ্রী থাকতে হবে। 

এছাড়াও, উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ও রেহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা থাকলেও এই পদে আবেদন করা যাবে। 

পাশাপাশি স্নাতকে ৫০ শতাংশ নম্বর সহ বি এড রাও আবেদন এর যোগ্য। 

তবে সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীরা শিক্ষাগত যোগ্যতায় ৫% নম্বরের ছাড় পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণে নাম এনরোল করা থাকলেই আবেদনের যোগ্য।

তবে অ্যাকাডেমিক স্তরে উপরিউল্লিখিত নম্বরের শতাংশ থাকতে হবে। 

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট https://www.wbbpe.org/ এ।

ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে এই লিঙ্কে-  
Click here Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V 

আবেদন ফি ১৫০ টাকা।

বিস্তারিত যোগ্যতা ও সংযোজিত বিজ্ঞপ্তি দেখতে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট https://www.wbbpe.org/   দেখুন।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ