ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৪ র ১ লক্ষ ২৫ হাজার প্রাইমারি টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি, আদালতের নির্দেশ অনুযায়ী,  ২০১৪ এবং ২০১৭ র প্রাইমারি টেট পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী ৮২ পেয়েছিলেন, তারাও টেট পাশ বলে গণ্য হবেন। তাই তাদের তালিকাও আলাদাভাবে প্রকাশ করেছে পর্ষদ।

 

সম্পূর্ণ তালিকা | Primary TET Qualified Candidates

 

২০১৪ টেট পাশ- Download PDF

২০১৪ তে ৮২ পাওয়া টেট উত্তীর্ণ - Download PDF

২০১৭ তে ৮২ পাওয়া টেট উত্তীর্ণ - Download PDF

 

আরও পড়ুনঃ সপ্তাহের সেরা সরকারি চাকরির খবর

 

প্রসঙ্গত, গত কালই প্রাথমিকের ৩৯২৯ শূন্যপদে নিয়োগের (Primary TET) মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪ সালের টেট এর ভিত্তিতে ১৬,৫০০ টি পদে নিয়োগের কথা। কিন্তু আর টি আই অনুযায়ী, মোট শূন্যপদের মধ্যে ৩৯২৯ পদে নিয়োগ করা হয়নি। এই শূন্যপদ পূরণের দাবিতেই আদালতে মামলা রুজু করা হয়েছিল। সিঙ্গল বেঞ্চ এর নির্দেশ ছিল শূন্যপদ পূরণের। সেই নির্দেশ এর পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ এর দ্বারস্থ হয়েছিল পর্ষদ।

ডিভিশন বেঞ্চের নির্দেশ, আসন্ন পরীক্ষার মাধ্যমে যে ১১ হাজার ৭৬৫ শূন্যপদে নিয়োগ করা হবে তার থেকেই ৩৯২৯ টি শূন্যপদে নিয়োগ করতে হবে। বাকি শূন্যপদে নিয়োগ হবে আসন্ন পরীক্ষার ভিত্তিতে। প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ