ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ২০২১ - ২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - FC/PG/04/21। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২১।

অনলাইন আবেদনের লিঙ্ক CLICK HERE

কোর্সের মেয়াদ ২ বছর। সিবিসিএস এর নিয়ম অনুযায়ী মোট ৪টি সেমিস্টার হবে। প্রতিটি সেমিস্টারের সময়সীমা ৬মাস।

‌কেবল ২০১৯, ২০২০ ও ২০২১ সালে গ্র্যাজুয়েট পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন কোর্স গুলিতে।

Admission Details For the Faculty of Arts

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE 

কলা বিভাগের (Advt. No. FC/PGA/01/2021) অন্তর্গত বিষয়গুলি হল (এম.এ) -

১) বাংলা
২) ইংরেজি
৩) সংস্কৃত
৪) ইতিহাস
৫) অর্থনীতি
৬) দর্শন
৭) রাজনৈতিক বিজ্ঞান
৮) ভূগোল
৯) সামাজিক বিজ্ঞান
১০) শিক্ষা বিজ্ঞান
১১) মাসকম ও জার্নালিজম
১২) পরিবেশ বিজ্ঞান
১৩) হিউম্যান রাইটস এবং হিউম্যান ডেভলপমেন্ট

যোগ্যতা -  সংশ্লিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এই বিষয়গুলিতে ভর্তির ক্ষেত্রে-   Bengali, English, Sanskrit, History, Economics, Philosophy, Political Science, Geography, Environmental Studies,Master of Social Work, Sociology and Hindi । 

শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষা বিজ্ঞানে অনার্স গ্র্যাজুয়েট বা  যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট এর পাশাপাশি বি.এড ডিগ্রী থাকতে হবে।

মাসকম ও জার্নালিজম এর ক্ষেত্রে যে কোনও বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে।

হিউম্যান রাইটস এবং হিউম্যান ডেভলপমেন্ট এর ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স, ল বা ম্যানেজমেন্টে  ৫০% নম্বর সহ ( 30% for SC/ST and 36% for OBC-A & OBC-B candidates ).  অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। 

মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এর ক্ষেত্রে যে কোনও বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। 

নির্বাচন পদ্ধতি - উচ্চমাধ্যমিক (৫০ নম্বর) এবং অনার্স পেপারের নম্বর (৫০) এর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

Admission Details For the Faculty of Fine Arts

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE 

ফাইন আর্টসের (Advt. No. FC/PGF/02/2021) অন্তর্ভুক্ত বিষয় গুলি হল (এম.এ) -১) রবীন্দ্র সংগীত
২) ভোকাল মিউজিক
৩) নৃত্য
৪) নাটক
৫) মিউজিকোলজি
৬) ইন্সট্রুমেন্টাল মিউজিক
৭) পার্কাশন
৮) ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক

যোগ্যতা - অনার্স গ্র্যাজুয়েট অথবা যে কোন বিষয়ে অনার্স সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট  বিষয়ে বিশেষ আগ্রহ থাকতে হবে। 

নির্বাচন পদ্ধতি :-
প্রাকটিক্যাল (৫০), লিখিত (৫০) এবং উচ্চ মাধ্যমিক (২০) এর নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

Admission Details for the Faculty of Visual Arts

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE 

ভিসুয়াল আর্টসের (Advt. No. FC/PGV/03/2021) অন্তর্ভুক্ত বিষয় গুলি হল (এম.এফ.এ)-

১) পেইন্টিং
২) স্কাল্পচার
৩) শিল্পের ইতিহাস
৪) গ্রাফিক্স - প্রিন্ট মেকিং এবং অ্যাপ্লাইড আর্ট
৫) মিউজিওলজি (এম.এ)

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর নিয়ে বি.এফ.এ/বি.ভি.এ/বি.ফাইন ডিগ্রী থাকতে হবে (এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০% ছাড়)
মিউজিওলজি এর ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট অথবা যে কোন বিষয়ে অনার্স সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

নির্বাচন পদ্ধতি :-
মূল্যায়ণ (৬০ নম্বর) ও অনলাইন ইন্টারভিউ (৪০ নম্বর) এর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

আবেদন পদ্ধতি :-
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২১। ওয়েবসাইট গুলি হল - www.rbu.ac.in  এবং online.rbu.net.in

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.online.rbu.net.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ