যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগা তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা
স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয় ২০২১ - ২২ সেশনে যোগা তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ১২ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।
যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। মোট আসন সংখ্যা ২৫ টি। কোর্স ফি ৩২,৯৮১ টাকা।
চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে নিম্নলিখিত পদ্ধতিতে -
১) মাধ্যমিকের জন্য সর্বোচ্চ বরাদ্দ নম্বর | ১০ নম্বর |
২) উচ্চ মাধ্যমিকের জন্য সর্বোচ্চ বরাদ্দ নম্বর | ১০ নম্বর |
৩) গ্র্যাজুয়েটের জন্য সর্বোচ্চ বরাদ্দ নম্বর | ২০ নম্বর |
৪) যোগা প্রদর্শন | ১০ ( সর্বাঙ্গাসন ৫ নম্বর + নিজের পছন্দ অনুযায়ী যে কোনও আসন - ৫ নম্বর ) |
মোট নম্বর | ৫০ |
প্রভিশনাল মেধা তালিকা প্রকাশিত হবে ২২ সেপ্টেম্বর, ২০২১ এ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে। আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে এই ওয়েবসাইটে- www.jaduniv.edu.in ।
প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র পাঠাতে হবে (একটি পি ডি এফ ফাইল করে ) এই মেল আই ডি তে- jupgdy.admission2122@gmail.com ।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.jaduniv.edu.in
বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে - 8001724371
বা মেল করতে পারেন এই মেল আইডিতে jupgdy.admission2122@gmail.com।