ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার বিষয়ের উপর ২০২১-২০২২ সেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে রাজ্য সরকারের স্টেট লেবার ইন্সটিটিউটে । আবেদন করতে হবে অনলাইনে ২০ নভেম্বর, ২০২১ এর মধ্যে স্টেট লেবার ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে । 

কোর্সটি ১ বছরের পূর্ণ সময়ের রেগুলার কোর্স। ক্লাস হবে স্টেট লেবার ইন্সটিটিউটের তিনটি কেন্দ্রে। যথা - কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোল। 
কলকাতা কেন্দ্রে নন স্পনসরড প্রার্থীদের জন্য ৪০ টি এবং স্পনসরড প্রার্থীদের জন্য ৫ টি সিট রয়েছে। 
শিলিগুড়ি কেন্দ্রে নন স্পনসরড প্রার্থীদের জন্য ২৫ টি এবং স্পনসরড প্রার্থীদের জন্য ৫ টি সিট রয়েছে। 
আসানসোল কেন্দ্রে নন স্পনসরড প্রার্থীদের জন্য ২৫ টি এবং স্পনসরড প্রার্থীদের জন্য ৫ টি সিট রয়েছে। 

কলকাতা কেন্দ্র-  State Labour Institute, Kolkata P-3, CIT Scheme, VII-M Manicktala Main Road, P.O.Kankurgachi, Kolkata,  Pin -700054 

শিলিগুড়ি কেন্দ্র - State Labour Institute, Siliguri Dagapur Complex, P.O. Pradhan Nagar, Siliguri, District : Darjeeling ,Pin - 734403 

আসানসোল কেন্দ্র - State Labour Institute, Asansol Kanyapur, Asansol, Dist-Paschim Burdwan Pin-713341


কারা ভর্তির যোগ্য


যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট  হতে হবে। তবে স্পনসরড প্রার্থীদের জন্য  উল্লিখিত যোগ্যতার পাশাপাশি ওয়েলফেয়ার অফিসার / পার্সোনেল অফিসার / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অফিসার/সুপারভাইজার ইত্যাদি পদে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে আসন সংরক্ষিত।

প্রার্থী বাছাই পদ্ধতি


নন স্পনসরড প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে অ্যাডমিশান টেস্ট এর মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে ৫ ডিসেম্বর, ২০২১ এ। মোট ১০০ নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে এই সব বিষয়ে-  General Knowledge & Current Affairs,Logical Reasoning, Mathematical Ability and English Grammar & Composition। স্পনসরড প্রার্থীদের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
স্পনসরড প্রার্থীদের ইন্টারভিউ হবে ডিসেম্বরে। 

নন স্পনসরড প্রার্থীদের ক্ষেত্রে কোর্স ফি ৮,০০০ টাকা এবং স্পনসরড প্রার্থীদের ক্ষেত্রে কোর্স ফি  ১২,০০০ টাকা। 

আবেদন পদ্ধতি


আবেদন আবেদন করতে হবে ২০ নভেম্বর, ২০২১ এর মধ্যে অনলাইনে এই ওয়েবসাইটে  https://wblc.gov.in/sli/admission-login  ।

আবেদন করার সময় আবেদনকারীকে সকল প্রয়োজনীয় তথ্য এর আসল কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের ফি ১০০ টাকা জমা করতে হবে অনলাইনে এই অ্যাকাউন্টে - Name of the Account: Director, State Labour Institute, Account No: 0263104000061375, Bank & Branch: IDBI Bank, Kankurgachi Branch, IFSC Code: IBKL0000263। 


 
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন স্টেট লেবার ইন্সটিটিউটের এই ওয়েবসাইট https://wbsli.org/  ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ