ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২১ - ২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ১১ ডিসেম্বর, ২০২১ থেকে ২ জানুয়ারি, ২০২২ (রাত্রি ৯টা) এর মধ্যে।

যে যে বিষয়ে মাস্টার্স ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে সেগুলি হল - 
ক) বিজ্ঞান শাখা :-
বিষয় - ১) গণিত, ২) ভূগোল, ৩) জুওলজি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট (উচ্চ মাধ্যমিক সহ) হতে হবে।

খ) কলা শাখা :-
বিষয় - ১) বাংলা, ২) ইংরেজি, ৩) ইংরেজি ভাষা শিক্ষা, ৪) জার্নালিজম ও মাস কমিউনিকেশন
যোগ্যতা - কমপক্ষে ৩০০ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে ইংরেজি বা লিঙ্গুস্টিকস এ গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে। তবে জার্নালিজম ও মাস কমিউনিকেশন কোর্সের ক্ষেত্রে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকলেই আবেদনের যোগ্য।

গ) সামাজিক বিজ্ঞান :-
বিষয় - ১) ইতিহাস, ২) রাজনৈতিক বিজ্ঞান, ৩) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
যোগ্যতা - কমপক্ষে ৩০০ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
তবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের ক্ষেত্রে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকলেই আবেদনের যোগ্য।

ঘ) শিক্ষাবিজ্ঞান শাখা :-
বিষয় - শিক্ষাবিজ্ঞান
যোগ্যতা - কমপক্ষে ৩০০ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে অথবা বি.এড/বি.এড (Spl Ed) সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।

ঙ) প্রফেশনাল স্টাডিজ :-
বিষয় - ১) কমার্স, ২) সোশ্যাল ওয়ার্ক, ৩) অর্থনীতি, ৪)লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
যোগ্যতা - কোর্স অনুযায়ী যোগ্যতা ভিন্ন।
কমার্সের ক্ষেত্রে কমার্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস ম্যানেজমেন্ট এ গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

সোশ্যাল ওয়ার্ক কোর্সের ক্ষেত্রে কমপক্ষে ৩০০ নম্বর সহ সোশ্যাল ওয়ার্ক/ সামাজিক বিজ্ঞান/রাজনৈতিক বিজ্ঞান/ইতিহাস/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি/অ্যানথ্রোপলজি/মনোবিজ্ঞান/দর্শন/হিউম্যান ডেভেলপমেন্ট/বিজ্ঞান/ বাণিজ্যে বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে অথবা চাইল্ড প্রটেকশন/চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে বি.ই/বি.টেক/বি.ভোক/এল.এল.বি ডিগ্রী থাকতে হবে।

অর্থনীতি কোর্সের ক্ষেত্রে অর্থনীতিতে বি.এ/বি. এসসি ডিগ্রী অথবা বি.কম বা গণিত সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট অথবা লাইব্রেরী সায়েন্স/লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/ইনফরমেশন সায়েন্স বিষয়ে কমপক্ষে ৩০০ নম্বর সহ যে কোন শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

প্রতিটি কোর্সের ক্ষেত্রেই সিবিসিএস এবং নন - সিবিসিএস মোডের অন্তর্গত গ্র্যাজুয়েট ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।

সরকারের নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটি ক্যাটাগরির ক্ষেত্রে নম্বরের ছাড় আছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল PG.WBNSOUADMISSIONS.COM এ ১১ ডিসেম্বর, ২০২১ থেকে ২ জানুয়ারি, ২০২২ (রাত্রি ৯টা) এর মধ্যে।

অনলাইনে কোর্সের ফি জমা করতে হবে ১১ ডিসেম্বর, ২০২১ থেকে ১০ জানুয়ারি, ২০২২ এর মধ্যে। তবে ব্যাঙ্ক চালানের মাধ্যমে কোর্স ফি জমা করতে হবে ১৪ ডিসেম্বর, ২০২১ থেকে ১০ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

ভূগোল ও জুওলজি বিষয়ে কোর্সের ক্ষেত্রে আসন সংখ্যা এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৫ জানুয়ারি, ২০২২ এ প্রকাশিত হতে পারে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.wbnsou.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ