ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে ২০২১ - ২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - 3/1/BBB/PGAdm/21-23/2। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে ১৫সেপ্টেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে।

কোর্সের মেয়াদ ২বছর। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস করানো হবে। আসন সংখ্যা এম এ কোর্সের প্রতিটি বিষয়ে ৩০ টি করে । এম এস সি কোর্সে কতগুলি সিট রয়েছে তা এই লেখা প্রকাশ হওয়ার আগে পর্যন্ত জানা জায়নি।  প্রশাসনিক কারণে সময়সূচীর কোনো রকম পরিবর্তন ঘটলে তা ওয়েবসাইটে আগে থেকে জানিয়ে দেওয়া হবে।

এম.এ কোর্সের অন্তর্গত যে যে বিষয়ে ভর্তি নেওয়া হবে তা হল -
১) বাংলা
২) ইংরেজি
৩) ইতিহাস

এম.এসসি কোর্সের অন্তর্গত যে বিষয়ে ভর্তি নেওয়া হবে তা হল -
১) গণিত

যোগ্যতা


সংশ্লিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েটরা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদনের যোগ্য। তবে মাথায় রাখতে হবে, গ্র্যাজুয়েট হওয়ার তিন বছরের মধ্যে পিজি কোর্সের জন্য আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে ১৫সেপ্টেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে। ওয়েবসাইটটি হল - https://biswabanglabiswabidyalay.org/ । 

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট  https://biswabanglabiswabidyalay.org/
বা ফোন করতে পারেন এই নম্বরে - +91 7605010175 (10:00 a.m. to 2:00 p.m./ 3:00 p.m. to 5:00p.m.)
বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে -
registrar@bbbwb.org
ঠিকানা -
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়
বোলপুর, বীরভূম
পশ্চিমবঙ্গ। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ