ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০২২ - ২৩ শিক্ষাবর্ষে ফিজিক্যাল এডুকেশন বিষয়ের কোর্সে ভর্তি নেওয়া হবে। 
আবেদন করতে হবে অনলাইনে ২১ এপ্রিল, ২০২২ এর মধ্যে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল, ২০২২।

আরও পড়ুন - ডেটা এন্ট্রি অপারেটর ও অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৩৭৮ জন কর্মী নিয়োগ 


আসন সংখ্যা - ৫০টি

কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য


কোর্সের মেয়াদ - ২ বছর।


যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি স্কুল/কলেজ/জেলা/রাজ্য স্তরের খেলার প্রতিযোগিতায় ফিজিক্যাল এডুকেশনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকতে হবে
অথবা,

কমপক্ষে ৪৫% নম্বর সহ ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রী

আরও পড়ুন - কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ
অথবা,

কমপক্ষে ৪৫% নম্বর সহ ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি জেলা/রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ ও তাতে প্রথম তিনটি স্থানের মধ্যে যে কোন একটি স্থানাধিকারী হতে হবে
অথবা,

কমপক্ষে ৪৫% নম্বর সহ গ্র্যাজুয়েশন ডিগ্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন - কলকাতা এয়ারপোর্টে চাকরি

এছাড়াও শারীরিক সক্ষমতার সার্টিফিকেট থাকতে হবে।

সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হবে অ্যাডমিশন টেস্ট (প্র্যাক্টিক্যাল), ইন্টারভিউ,শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে।
যে সকল ছাত্রছাত্রী শর্ট সিলেক্টেড হবে অ্যাডমিশন টেস্টের জন্য তার নামের তালিকা প্রকাশিত করা হবে ২৯ এপ্রিল, ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.jaduniv.edu.in


ছেলেদের অ্যাডমিশন টেস্ট নেওয়ার সম্ভাব্য তারিখ  ৫মে, ২০২২।
মেয়েদের অ্যাডমিশন টেস্ট নেওয়ার সম্ভাব্য তারিখ ৬মে, ২০২২।


মেধা তালিকা প্রকাশিত করা হবে ১৭ মে, ২০২২। ছেলে এবং মেয়েদের পৃথক মেধা তালিকা প্রকাশিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল  http://www.jaduniv.edu.in  এ ২১ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
অনলাইনে আবেদন ফি জমা করার শেষ তারিখ ২৩ এপ্রিল, ২০২২।

আবেদন করার পরে আবেদনকারীকে আবেদন পত্রে ও টাকা জমা করার রিসিট ও প্রিন্ট কপি সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে ২৫ এপ্রিল, ২০২২ এর মধ্যে।


ঠিকানা - ' The Office of the Dean and the Secretary, Faculty Council of Arts, U.G.Arts Building, Ground floor, Jadavpur University, Kolkata - 700032 '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.jaduniv.edu.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ