ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ক্লার্কশিপ পরীক্ষায় মোট ১২১৩ জনের নাম প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের নোটিশ নম্বর 103 P.S.C./Con Dt. 16/12/2021 অনুযায়ী এই সমস্ত পরীক্ষার্থী ডকুমেন্ট আপলোড করেননি। তাই পরবর্তী ধাপ কম্পিউটার টেস্ট এবং মেরিট লিস্টে তাদের নাম থাকবে না বলে পি এস সি সূত্রে খবর। 

আরও পড়ুন - বাঙালি গ্র্যাজুয়েটদের রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ

 

১২১৩ জনের রোল নম্বর 

তবে এই সমস্ত পরীক্ষার্থী চাইলে ২৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে ফিডব্যাক পাঠাতে পারবেন এই মেল আই ডি তে - feedback.pscwb@gmail.com । 

আরও পড়ুন - এই ১৬ টি সরকারি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, আজই আবেদন করুন

 

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর, ২০২১ তারিখে পি এস সি ( Notice No 103 P.S.C./Con Dt. 16/12/2021) ৯৬৯৩ জনের নাম প্রকাশ করেছিল যাদের অনলাইন মোডে ডকুমেন্ট ভেরিফিকেসান করার অপশান দেওয়া হয়েছিল পি এস সি'র পক্ষ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদ রয়েছে ৭২২৭ টি। টাইপ টেস্টে ডাক পেলেন মোট ৯৬৯৩ জন। অর্থাৎ ১ঃ১.৪ অনুপাতে ক্যাটেগরি ভিত্তিক ডাকা হয়েছিল। 

টাইপ টেস্টে ডাক পাওয়া প্রার্থীদের সম্পূর্ণ তালিকা

 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ