ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে প্রায় কয়েকশো কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নিয়োগ করা হবে PSC Junior Engineer Recruitment Exam, 2022 এর মাধ্যমে। 

আবেদন করতে হবে অনলাইনে পি এস সি’র অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের লিঙ্ক ওপেন হবে আগামী ১৬ নভেম্বর, ২০২২ এ। পি এস সি’র পক্ষ থেকে এখনও সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। 

পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে যোগ্যতা, নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ সম্ভাব্য তথ্য আগাম  দেওয়া হল। 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

যোগ্যতা । PSC Junior Engineer eligibility

 

সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ প্রার্থীরা ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

এছাড়াও বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারা এই নিয়োগের অন্যতম শর্ত। 

 

নির্বাচন পদ্ধতি । PSC Junior Engineer recruitment process

 

২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের পারসোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

 

বেতন । PSC Junior Engineer salary

 

বেসিক পে ৯০০০ টাকা থেকে ৪০৫০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধে রয়েছে। শুরুতে মাসিক বেতন প্রায় ৪০ হাজার টাকা।

 

আবেদন ফি । PSC Junior Engineer application fee

 

আবেদন ফি ১৬০ টাকা। পশ্চিমবঙ্গের এস সি / এস টি এবং ৪০% ও তার ওপরের প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। ফি জমা করতে হবে অনলাইনে। 

 

আবেদন পদ্ধতি । PSC Junior Engineer application procedure

 

আবেদন করতে হবে অনলাইনে পি এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ এ। আবেদনের লিঙ্ক ওপেন হবে আগামী ১৬ নভেম্বর, ২০২২ এ। তাই এখন আবেদনের কোনও লিঙ্ক পাবেন না। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Read Now

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট - https://wbpsc.gov.in/

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ