ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কাঠ এবং প্যানেল প্রোডাক্টস টেকনোলজি তে ২০২০-২০২১ সেশনে ১ বছরের  পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে ইন্ডিয়ান প্লাইউড ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট। এই প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত সংস্থা। কোর্স শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়।

ভর্তির জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ২৭আগস্ট, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল আবেদনপত্রCLICK HERE

অফিসিয়াল প্রসপেক্টাস -  clcik here

কারা আবেদনের যোগ্য

জেনারেল বি এস সি গ্র্যাজুয়েট হতে হবে এই সকল বিষয়ের যে কোনও একটিতে -- কেমেস্ট্রি / ফিজিক্স / ম্যাথেমেটিক্স / ফরেস্ট্রি / এগ্রিকালচার। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট রাও আবেদনের যোগ্য। 

বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১ অনুযায়ী  ২৮বছরের মধ্যে। তবে এস সি/ এস টি/ ও বি সি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। এছাড়াও যে সকল ছাত্র ছাত্রী কোনো ইন্ডাস্ট্রিজ দ্বারা স্পন্সরড তারা বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পাবেন। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

নির্বাচন পদ্ধতি 


গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় মানদণ্ডের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত হবে। এস সি/ এস টি/ ও বি সি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারের বিধি নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত আছে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ২৭আগস্ট, ২০২১ এর মধ্যে। আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট - www.ipirti.gov.in এ। আবেদন ফি ৫০০/- টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের (in favour of Director, IPIRTI, payable at Bangalore) মাধ্যমে। 

আবেদনের ফি এবং যোগ্যতার ফটোকপি সহ পূরণ করা আবেদনপত্র ২৭আগস্ট, ২০২১ এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়-   "INDIAN PLYWOOD INDUSTRIES RESEARCH & TRAINING INSTITUTE, P.B.No.2273, HMT Link Road off Tumkur Road, Near Peenya Metro Station, Yeshwantpur, Bangalore-560 022, INDIA"। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ipirti.gov.in/  বা মেল করতে পারেন এই মেল আইডিতে - upadhyay@ipirti.gov.in / contactus@ipirti.gov.in বা ফোন করতে পারেন এই নম্বরে - 
Phone: 080-30534000, 30534001, 30534049।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ