ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - 10/2023।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

কোর্স শুরু হওয়ার সম্ভাব্য তারিখ জানুয়ারি, ২০২৪।

 

উল্লেখিত কোর্সে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-

 

কোর্সের নাম - সায়েন্স কমিউনিকেশন বিষয়ে এম.টেক ডিগ্রী 

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ এম.এসসি অথবা বি.ই /বি.টেক ডিগ্রী থাকতে হবে।

সায়েন্স/ইঞ্জিনিয়ারিং এ পি এইচ ডি ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং এ এম.টেক ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৩০ বছরের মধ্যে। স্পনসরড প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান ও নম্বরের উপর ভিত্তি করে মোট ১৫ জন ছাত্র ছাত্রীকে মাসিক ১২,০০০/- টাকা ফেলোশিপ প্রদান করা হবে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in এর মাধ্যমে ৩১ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ