ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত সাব ইন্সপেক্টর (Sub-Inspector in Delhi Police, CAPFs and Assistant Sub-Inspector in CISF Examination, 2019) নিয়োগের PET পরীক্ষায় পাশ করেছেন ৫৮৭১ জন। 

যাদের নাম মেধা তালিকায় রয়েছে তারা এবার দ্বিতীয় ধাপের (Paper-II) পরীক্ষায় বসার সুযোগ পাবেন। 

প্রসঙ্গত প্রথম ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ১৪  ফেব্রুয়ারি, ২০২০ তারিখে। পাশ করেছিলেন মোট ৪৫৯২৩ জন। এরপর নেওয়া হয় শারীরিক মান নির্ণয় এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় লক্ষ্যনীয় ভাবে ৩০২১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যারা এই পরীক্ষা দিতে এসেছিলেন তাদের মধ্যে  বাতিল (exempted) করা হয়েছে ৮৩ জনকে। পরীক্ষা দিয়ে পাশ করেছেন ৫৮৭১ জন। এদের মধ্যে ৫৪৪৬ জন পুরুষ এবং ৫০৮ জন মহিলা পরীক্ষার্থী। 

এর পর নেওয়া হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা (Paper-II)। পরীক্ষার তারিখ এবং অ্যাডমিশন সার্টিফিকেট এর জন্য কমিশনের ওয়েবসাইটে চোখ রাখতে পরামর্শ দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। 

বিজ্ঞপ্তি বেরোলে স্কিল বেঙ্গল এর ওয়েবসাইট থেকেও বাংলাতে এই খবরটি পেয়ে যাবেন। তাই আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ