ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - PCCIT/WB&S/Pers./42/Sportsperson Recruitment/2021-22/14487।

মাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - যে কোন বিষয়ে ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৯,৩০০/- টাকা - ৩৪,৮০০/- টাকা

 

২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - যে কোন বিষয়ে ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

 

৩) মাল্টি - টাস্কিং স্টাফ

শূন্যপদ - ১৮টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

স্পোর্টস কোটা অনুযায়ী এই নিয়োগ করা হবে। তাই কোন কোন খেলা এই কোটার তালিকায় আছে তা বিস্তারিত জানতে দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometaxindia.gov.in অথবা www.incometaxkolkata.gov.in  ।

কেবল পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের ক্ষেত্রে এই কোটা কার্যকর হবে।

 

নির্বাচন পদ্ধতি

 

প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের সেরা তিনটি পারফরমেন্সের উপর ভিত্তি করে।

কেবল ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ডেটা এন্ট্রি স্কিল টেস্ট (প্রতি ঘন্টায় ৮০০০ কী ডিপ্রেশন) নেওয়া হবে।

আরো বিস্তারিত জানতে দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometaxindia.gov.in অথবা www.incometaxkolkata.gov.in

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometaxindia.gov.in  অথবা www.incometaxkolkata.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে বা নিজে গিয়ে জমা করতে হবে এই ঠিকানায় - ' Joint Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata - 700069 '।

খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST (S) OF ..................UNDER MERITORIOUS SPORTS PERSON'S QUOTA "।

একজন আবেদনকারী একাধিক পোস্টে আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometaxindia.gov.in অথবা www.incometaxkolkata.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ