ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ অনলাইনে দুই সপ্তাহের স্কিল ট্রেনিং এ ভর্তি  নিচ্ছে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান সি-পেট ( Central Institute of Petrochemicals Engineering & Technology)। প্লাস্টিক এর দ্রব্য তৈরি এবং তার গুণগত মান পরীক্ষার ওপর এই ট্রেনিং করানো হবে।

আগে এলে আগে সুযোগ এই ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। আই টি আই / পলিটেকনিক / ইঞ্জিনিয়ারিং / কলেজ / বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রী ছাড়াও প্লাস্টিক শিল্পে কর্মরত বা এই ট্রেনিং নিতে আগ্রহী যে কেউ এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 

মোট আসন সংখ্যা ৫০। কোর্স ফি ১০০০ টাকা (ছাত্র ছাত্রী বাদে অন্যদের ক্ষেত্রে ২০০০ টাকা)। 

ট্রেনিং করানো হবে অনলাইনে। প্রতিদিন ২ ঘণ্টা করে ২ সপ্তাহের ক্লাস।  কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাকের মাধ্যমে পড়ুয়া দের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। 

কোর্স ফি জমা করতে হবে  IMPS / NEFT / UPI এর মাধ্যমে এই ঠিকানায় - Account Name: CIPET-Hyderabad ।  Account No.: 10386006043 । Bank: State Bank of India ।  Branch: ECIL IFSC Code: SBIN002714 । 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে প্রতিষ্ঠানের দেওয়া এই লিঙ্কে- : https://forms.gle/oBh4jMv26SpCeQkq9  । আবেদন করার শেষ তারিখ ৯ আগস্ট, ২০২১। কোর্সে অংশগ্রহণের নিশ্চয়তা জানিয়ে অনলাইন আবেদনের পর মেল করবেন এই ঠিকানায়-  cipethydstc@gmail.com । 

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 9092637088 অথবা  দেখুন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.cipet.gov.in। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ