ন্যাশনাল সুগার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল সুগার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - 1/2022।
উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৬ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - ট্রাক্টর মেকানিক কাম ড্রাইভার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট/ট্রেড টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Dowload Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৬ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট http://nsi.gov.in থেকে।
তারপর তা পূরণ করে পাসপোর্ট ছবি ও প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director, National Sugar Institute, Kalyanpur, Kanpur (UP) 208017 '।
আবেদন মূল্য ৫০ টাকা। ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডার এর মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে।
পোস্টাল অর্ডার করতে হবে এই ঠিকানায় - " Director, National Sugar Institute, Kanpur "।
ডিমান্ড ড্রাফট করতে হবে এই ঠিকানায় - ' in favour of " Director, National Sugar Institute, Kanpur " payable at SBI Kalyanpur, Kanpur '।
এসসি/এসটি/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট http://nsi.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ