ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কোভিড ১৯ এর জন্য স্থগিত রাখা হল ন্যাশানাল ট্যালেন্ট সার্চ পরীক্ষার দ্বিতীয় ধাপ- বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হল এন সি ই আর টি'র পক্ষ থেকে। 

সুত্রের খবর, যেহেতু ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে করোনা মহামারীর কারণে লকডাউন করা হয়েছে তাই এমন সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। প্রসঙ্গত আগামী ১৩ জুন, ২০২১ এ সারা ভারত জুড়ে ন্যাশানাল ট্যালেন্ট সার্চ পরীক্ষার দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে। কবে পরীক্ষা নেওয়া হবে এন সি ই আর টি'র ওয়েবসাইটে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

একঝলকে দেখে নেওয়া যাক ন্যাশানাল ট্যালেন্ট সার্চ পরীক্ষার সালতামামি।

সারা ভারতের মেধাবি ছেলে মেয়েদের পড়াশুনোয় আর্থিক সাহায্য করার জন্য প্রতিবছর নেওয়া হয়  ন্যাশানাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা। সরকারি সংস্থা National Council of Educational Research and Training (NCERT) এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে। ক্লাস টেন এর ছাত্র ছাত্রীরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। দূরশিক্ষা বিভাগে ক্লাস টেন পাঠরত ছেলে মেয়েরা ও এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। সেক্ষেত্রে তাদের বয়স  ১৮ বছরের নীচে এবং প্রথমবার ক্লাস টেন এ পড়াশুনো করছে - এই শর্ত পূরণ হওয়া চাই।  

দুটি ধাপে পরীক্ষা নেওয়া হয়। সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হয়। প্রথম ধাপের পরীক্ষায় পাশ করলে দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায়। দ্বিতীয় ধাপের পরীক্ষা হয় সাধারণত জুন মাস নাগাদ। প্রথম ধাপের পরীক্ষা কে বলা হয় স্টেট লেভেল এক্সাম। দ্বিতীয় ধাপের পরীক্ষাকে বলা হয় ন্যাশানাল লেভেল এক্সাম। 

বাংলা ভাষাতেও পরীক্ষা দেওয়া যায়। সেক্ষেত্রে ফর্ম পূরণের সময় কোন ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। 

এক নজরে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা

 

 

লিখিত পরীক্ষার দুটি পার্টে (MAT and SAT) পাওয়া মোট নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা তৈরি করা হয়। যাদের নাম মেধা তালিকায় থাকে তাদের নাম ওয়েবসাইটে তো থাকেই পাশাপাশি বাড়ির ঠিকানায় রেজিস্টার্ড লেটার এ এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। 

পরীক্ষার সিলেবাস

প্রথম এবং দ্বিতীয় - দুটি ধাপেই  প্রশ্ন হয় দুটি পার্টে। 

  • Part-I:Mental Ability Test (MAT), and
  • Part-II:Scholastic Aptitude Test (SAT)(with questions on History, Civics, Geography, Economics, Maths, Physics, Chemistry and Biology.)

Syllabus

 Level I Exam

MAT

The syllabi will comprise all fundamental lessons of verbal and non-verbal reasoning.

SAT

The syllabus for Mathematics, Science and Social Science will be broadly based on the prescribed respective State Board Syllabus from Std 10 (or in exceptions, Std 9) textbooks only.

Level II  Exam

MAT

The syllabi will comprise all fundamental lessons of verbal and non-verbal reasoning.

SAT

The Mathematics and Science questions will be asked from the chapters in the syllabus of class 9th and 10th (advanced level). Social Studies is completely based on the NCERT book for CBSE students for Class 9th and 10th.

 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে তথ্য পুস্তিকা য়। এছাড়াও দেখতে পারেন এন সি ই আর টির অফিসিয়াল ওয়েবসাইট 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ