ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : প্রোজেক্ট ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস বিভাগ। ছয় মাস মেয়াদের এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রীর ছাত্র ছাত্রীরা।

আবেদন করতে হবে ইমেল এর মাধ্যমে ২০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড -  Download Link


যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ বাংলা/ইংরেজি/ তুলনামূলক সাহিত্য/ইতিহাসে মাস্টার্স ডিগ্রী এবং বাংলা ভাষায় রিপোর্ট, ট্রান্সক্রিপশন ইত্যাদি ও ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও স্টেট/ন্যাশনাল/ ইন্টারন্যাশনাল পর্যায়ে (ISSN) অন্তত পক্ষে একটি জার্নাল পাবলিশ হয়েছে এমন অভিজ্ঞতা ও বিভক্ত বাংলার সাহিত্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

Project Internship under School of Humanities.....Detail 

কম্পিউটার ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকলে ভালো।

মাসিক ভাতা - ৭,৫০০/- টাকা। প্রাথমিকভাবে তিন মাস ভাতা প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি :- অনলাইনে ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


 আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbnsou.ac.in  থেকে।

আবেদন পত্র ডাউনলোড -  Download Link

আবেদন পত্রের সাথে সিভি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট প্রভৃতি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড করা কপি পাঠাতে ইমেল এর মাধ্যমে। মেল আইডি হল - dtcs.nsou@gmail.com। আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২২।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbnsou.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ