বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রফেসর
মোট শূন্যপদ - ১৯টি
যে যে বিষয়ের জন্য প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল - কেমিস্ট্রি, ভূগোল, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, বোটানি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জুওলজি, বাংলা, ইংরেজি, জার্নালিজম ও মাসকমিউনিকেশন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, কমার্স, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিকস, এডুকেশন, বি.এড স্পেশাল এড.
২) অ্যাসোসিয়েট প্রফেসর
মোট শূন্যপদ - ১৬টি
যে যে বিষয়ের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল - বোটানি, ভূগোল, গণিত, ফিজিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বাংলা, ইংরেজি,ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম ও মাসকমিউনিকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, লাইব্রেরী ইনফরমেশন সায়েন্স, এডুকেশন, .এড স্পেশাল এড.
৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
মোট শূন্যপদ - ৭টি
যে যে বিষয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল - কম্পিউটার সায়েন্স, ইতিহাস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কমার্স, বি.এড স্পেশাল এড, বি.এড
যোগ্যতা - প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে G.O. notification vide No. 1081Edn(U)/1U-91/10 dated 15.12.2021 অনুযায়ী।
তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের ক্ষেত্রে টিচার্স ট্রেনিং ও বি.এড স্পেশাল এড পোস্টের জন্য যোগ্যতা থাকতে হবে -
ক) স্পেশাল এডুকেশন - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বা যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
খ) টিচার্স ট্রেনিং (বি.এড অ্যান্ড এম.এড) - কমপক্ষে ৫৫% নম্বর সহ কলা/বিজ্ঞান/বাণিজ্য বিভাগের যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং কমপক্ষে ৫৫% নম্বর সহ এম.এড ও NET/SET/SLET পাশ হতে হবে।
অথবা, কমপক্ষে ৫৫% নম্বর সহ এডুকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং কমপক্ষে ৫৫% নম্বর সহ বি.এড ও NET/SET/SLET পাশ হতে হবে।
অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের ক্ষেত্রে বি.এড স্পেশাল এড পোস্টের জন্য যোগ্যতা থাকতে হবে - কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এড ডিগ্রী থাকতে হবে।
বয়স ও অন্যান্য বিষয় সম্পর্কিত মাপকাঠি ধার্য্য করা হবে G.O. notification vide No. 1081Edn(U)/1U-91/10 dated 15.12.2021 অনুযায়ী।
যে সকল আবেদনকারীরা পূর্বে vide Memo no(s). Reg/0122, dated 21.01.2019, Reg/0917, dated 06.03.2019, Reg/1587(A) dated 11.07.2019, Reg/Rect/117 dated 07.02.2020 এবং Reg/Rect/003 dated 11.01.2021 বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন মূল্য জমা করে আবেদন করতে হবে না।
পূর্বের টাকা জমা করার রিসিট ও আবেদন পত্র জমা করতে হবে। তবে সিভি আপডেট করে পাঠাতে হবে।
৪) পোস্ট - এক্সিকিউটিভ সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের ঊর্ধ্বে।
বেতন - ৫৭,৭০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে ও অনলাইনে পূরণ করে জমা করতে হবে।
পাশাপাশি তার প্রিন্ট কপি বার করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে বা নিজে গিয়ে জমা করতে হবে এই ঠিকানায় - ' DD - 26, 5th floor, Saltlake City, Sector - I, Kolkata - 700064 '।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আবেদন মূল্য ১০০০/- টাকা।
তবে এসসি/এসটি/ওবিসি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।
পেমেন্ট করার রিসিট অবশ্যই আবেদন পত্রের সাথে জমা করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ