এবার বাড়িতে বসেই শিখে নেওয়া যাবে সংবাদ রচনার কারিকুরি
স্কিল বেঙ্গল ডেস্ক : কীভাবে সংবাদ লিখতে হয় তা এবার শেখাতে চলেছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ কোর্সটি অনলাইনে করানো হবে। অর্থাৎ বাড়িতে বসেই শিখে নেওয়া যাবে সংবাদ রচনার কারিকুরি।
আরও পড়ুন - উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় NIT তে চাকরি
এই কোর্সটি বিশ্ববিদ্যালয়ের একটি স্বল্প মেয়াদী কোর্স।
এখন ভর্তি চলছে। আবেদন ও ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে, ২০২২।
আরও পড়ুন - কলকাতা এয়ারপোর্টে চাকরি
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Admission Notice (Bengali) | Admission Notice (English) | e-Brochure | Admission Link
ক্লাস শুরু হবে ৫ জুন, ২০২২ এ।
আবেদন পত্র পাওয়া যাবে এই লিঙ্কে - https://ums.nsouict.ac.in/admission/forms
কোর্সের সময়সীমা - ০৫/০৬/২০২২ – ৩১/০৭/২০২২ (দু'মাস ) । কোর্স ফি ১৬৫০ টাকা।
আরও পড়ুন - মাধ্যমিক পাশ হলেই আয়কর দপ্তরে চাকরির সুযোগ
যে কোন বিষয়ের গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in বা সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট www.cltcsnsou.in ।