ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে (ER) ২০২২ - ২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে।

বয়সের কোন বাধা নিষেধ নেই। কোর্স শেষে চাকরির সুযোগ।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মাধ্যমে।

কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য

কোর্স - পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।

কোর্সের মেয়াদ - ১ বছর

আসন সংখ্যা - ৬০টি

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আসন সংরক্ষিত।

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মাধ্যমে।

ঠিকানা - National Power Training Institute (Eastern Region), City Centre, Durgapur - 713216

ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nptidurgapur.co.in বা

যোগাযোগ করতে পারেন এই নম্বরে 0343 - 2545888

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ