ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - l - 30011(11)/11/2020-Projects/14092022।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সিনিয়র কনসালট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.টেক/বি.ই ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭২,০০০/- টাকা - ১,২০,০০০/- টাকা
২) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,০০০/- টাকা - ৪০,০০০/- টাকা
৩) কনসালট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.টেক/বি.ই ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৭২,০০০/- টাকা
৪) কনসালট্যান্ট (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৬০,০০০/- টাকা
৫) সিনিয়র রিসোর্স পার্সন (প্রোগ্রামিং নেট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৫০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
৬ মাসের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তী কালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nielit.gov.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় ' Academic Wing, National Institute of Electronics and Information Technology (NIELIT), NIELIT Bhawan, Plot No. 3, PSP Pocket, Institutional Area, Sector - 8, Dwarka, New Delhi - 110077 '।
আবেদন মূল্য ৫৯০/- টাকা। টাকা জমা করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
Bank Name - Bank of India
Account Holder - NIELIT
Account No. 604820100000012
IFSC CODE - BKID0006048
একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রে পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nielit.gov.in ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ