ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NIOT/E&P/02/2022(Regular)।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ১৯ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সায়েন্টিস্ট - F (মেকানিকাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৩১,১০০/- টাকা - ২,১৬,৬০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
২) সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা, কম্পিউটারে জ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
৩) সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা, কম্পিউটারে জ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
৪) টেকনিশিয়ান গ্রেড - A (ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ, কম্পিউটারে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - ট্রেড/লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
৫) জুনিয়র ট্রান্সলেশন অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইংরেজি ও হিন্দি বিষয়ে দক্ষতা সহ মাস্টার্স ডিগ্রী এবং ট্রান্সলেশনের উপর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স অথবা
সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - স্কিল টেস্ট/লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের পরবর্তী নির্বাচন পদ্ধতির প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে।
এছাড়াও সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NIOT এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.niot.res.in/niot1/recruitment.php এর মাধ্যমে ১৯ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
অনলাইনের পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদনপত্রের প্রিন্ট কপি ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Director, National Institute of Ocean Technology, Velachery - Tambaram Main Road, Pallikaranai, Chennai - 600100 '।
খামের উপর বিজ্ঞপ্তি নম্বর, পোস্টের নাম ও নম্বর অবশ্যই লিখতে হবে।
ডাকের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ - ২৬ ডিসেম্বর, ২০২২।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIOT এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.niot.res.in/niot1/recruitment.php।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ