ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি নার্স, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - 23/NIFT/PKL/Estt./Recruitment (Group - C)/2022/Adv-l।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৯ সেপ্টেম্বর, ২০২২।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) মেশিন মেকানিক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী অথবা মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ এর পর ডিপ্লোমা অথবা ৬ মাসের NCVT সার্টিফিকেট ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পে - লেভেল - লেভেল -৪
২) অ্যাসিস্ট্যান্ট (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/মাস্টার্স ডিগ্রী এবং ২/১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পে - লেভেল - লেভেল -৪
আরও পড়ুনঃ ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
৩) অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন
শূন্যপদ - ১টি(মহিলা)
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পে - লেভেল - লেভেল -৪
৪) স্টেনোগ্রাফার (গ্রেড - lll)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটারে শর্ট হ্যান্ড এ প্রতি মিনিটে ৮০টি শব্দ এবং প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পে - লেভেল - লেভেল -৪
৫) নার্স
শূন্যপদ - ১টি(মহিলা)
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা এবং অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি রেজিস্টার্ড হতে হবে।
পে - লেভেল - লেভেল -৪
৬) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট পাশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পে - লেভেল - লেভেল -২
আরও পড়ুনঃ ঐতিহাসিক প্রত্যার্পণঃ চুরি যাওয়া মূল্যবান বস্তু ফেরাবে ব্রিটিশ সরকার
৭) ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট সহ অভিজ্ঞতা থাকতে হবে।
পে - লেভেল - লেভেল -২
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের স্ক্রিনিং কাম শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল/কম্পেন্টেন্সি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
হরিয়ানা এর ক্যাম্পাস এ নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৯ সেপ্টেম্বর, ২০২২।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট https://nift.ac.in/Panckhula/careers থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Director, National Institute of Fashion Technology (NIFT) , NIFT Campus, Sector 23, Panchkula, Haryana - 134116 '।
আবেদন মূল্য ৫৯০/- টাকা।
আরও পড়ুনঃ এবার ছাত্র ছাত্রীদের আইডিয়া নিচ্ছে হিন্দুস্থান পেট্রোলিয়াম
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন মূল্য পাঠাতে হবে এই ঠিকানায় ' in favour of " NIFT General A/c" payable at Panchkula '।
একাধিক পোস্টে আবেদন করতে হলে পৃথকভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট https://nift.ac.in/Panckhula/careers।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ