ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন স্বশাসিত সংস্থা নেলিট প্রতিষ্ঠানের কলকাতা শাখাতে কর্মমুখী আইটি কোর্সে ভর্তি নেওয়া হবে। রয়েছে দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী দুই ধরনের কোর্স। এখন ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত। 

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউশনের অ্যাডমিশন পোর্টালে।

বিভিন্ন কোর্সের নাম, মেয়াদ ও যোগ্যতা


দীর্ঘ মেয়াদী কোর্স

 


১) আই টি 'O' লেভেল (ফাউন্ডেশন কোর্স)
মেয়াদ - ১বছর
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক / আই টি পাশ

২)আই টি 'A' লেভেল (অ্যাডভান্সড ডিপ্লোমা)
মেয়াদ - ১বছর ৬ মাস
যোগ্যতা - 'O' লেভেল/ গ্র্যাজুয়েট/পলিটেকনিক ডিপ্লোমা প্রাপ্ত

৩) সি এইচ এম 'O' লেভেল ( হার্ডওয়্যার কোর্স)
মেয়াদ - ১বছর 
যোগ্যতা - বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ বা ইলেক্ট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন - যে কোনো একটিতে আই টি পাশ।

 

স্বল্প মেয়াদী সার্টিফিকেট কোর্স

 


১) পাইথন এবং লিনাক্স ইন্ট্রোডাকশন
মেয়াদ - ৮০ ঘণ্টা
যোগ্যতা - কম্পিউটার প্রোগ্রামিং এর জ্ঞান সহ উচ্চ মাধ্যমিক পাশ

২) অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর ব্যবহার
মেয়াদ - ১২০ঘণ্টা
যোগ্যতা - প্রোগ্রামিংয়ের সম্বন্ধে বেসিক জ্ঞান

৩) জাভা এবং C/C++ এর মাধ্যমে ওরাকেল প্রোগ্রামিং 
মেয়াদ - ১২০ঘণ্টা
যোগ্যতা - কম্পিউটারের বেসিক জ্ঞান সহ উচ্চ মাধ্যমিক পাশ

৪) বেসিক কম্পিউটার কোর্স
মেয়াদ - ৩৬ঘণ্টা
যোগ্যতা - মাধ্যমিক পাশ

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি

প্রতিটি কোর্সের ক্লাস সপ্তাহে ৫ দিন-  সোমবার থেকে শুক্রবার নিয়মিত ক্লাস হবে । করোনা পরিস্থিতির কারণে কোর্সগুলো অনলাইনে করানো হবে।

কোর্স অনুযায়ী  ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য সময়


১) আই টি 'O' লেভেল (ফাউন্ডেশন কোর্স) এবং আই টি 'A' লেভেল (অ্যাডভান্সড ডিপ্লোমা) -  সেপ্টেম্বরে/নভেম্বর মাসে।

২) সি এইচ এম 'O' লেভেল ( হার্ডওয়্যার কোর্স) এবং  বেসিক কম্পিউটার কোর্স -  সেপ্টেম্বর মাসে।

৩) পাইথন এবং লিনাক্স ইন্ট্রোডাকশন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর ব্যবহার এবং  জাভা এবং C/C++ এর মাধ্যমে ওরাকেল প্রোগ্রামিং -  নভেম্বর মাসে।

যে যে গুরুত্বপূর্ণ তথ্য এর ছবি (স্ক্যান কপি) জমা করতে হবে


১) জন্মতারিখের প্রমাণ পত্র (মাধ্যমিকের অ্যাডমিট/ বার্থ সার্টিফিকেট)
২) ফটো আইডেন্টিটি (আধার/ভোটার কার্ড)
৩) রেসিডেনসিয়াল সার্টিফিকেট (ডমিসাইল সার্টিফিকেট/ ড্রাইভিং লাইসেন্স/ভোটার কার্ড/পাসপোর্ট)
৪) পাসপোর্ট ছবি(বর্তমানের), সিগনেচার, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (50KB) 
৫) এস সি / এস টি হলে তার সার্টিফিকেট

৬)  Transaction Details  এর স্ক্যান কপি

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউশনের এই  অ্যাডমিশন পোর্টালে - https://forms.gle/km9nBkDrpaUNXimM6 

আবেদন ফি জমা করতে হবে নেফট/আর টি জি এস/ আই এম পি এস/ইউ পি আই এর মাধ্যমে।


ব্যাংকের ডিটেলস 

 

Name of A/C holder      -  NIELIT, Kolkata

Bank Account Number  - 1536787818

Bank Account Type     -   Overdraft / Current A/C

Name of the Bank     -      Central Bank of India

Bank Branch Address  -   Jadavpur Branch , 26  Raja S.C. MullickRoad,Jadavpur , Kolkata ,West Bengal, Pin - 700032

Bank IFSC Code    -          CBIN0281247

 

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট - www.nielit.gov.in/kolkata
অথবা যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত ঠিকানায় -


১)Salt Lake, BF - 267, Sector - 1, Kol - 700 064
Call - 033-4602-2246/0938
২) Jadavpur University Campus
Kol - 700 032
Call - 033-2414-6054/6081

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ