NIC recruitment: ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে শতাধিক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে শতাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - NIELIT/NIC/2022/2।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ২১ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য NIC recruitment
১) সাইন্টিস্ট - F
শূন্যপদ - ২
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী বা মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৩১,১০০/- টাকা - ২,১৬,৬০০/- টাকা
২) সাইন্টিস্ট - E
শূন্যপদ - ১
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী বা মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,২৩,১০০/- টাকা - ২,১৫,৯০০/- টাকা
৩)সাইন্টিস্ট - D
শূন্যপদ - ১২
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী বা মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৮,৮০০/- টাকা - ২,০৯,২০০/- টাকা
৪)সাইন্টিস্ট - C
শূন্যপদ - ১১২
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী বা মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৭,৭০০/- টাকা - ২,০৮৭০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে দেখুন NIC এর অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.nic.in বা https://www.calicut.nielit.in/nic ।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.calicut.nielit.in/nic এর মাধ্যমে ২১ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ৮০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ মহিলাএর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে পারেন ডিমান্ড ড্রাফট/পে অর্ডার/ক্যাশ/চেকের মাধ্যমে।
একাধিক পোস্টে আবেদন করতে হলে পৃথকভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.calicut.nielit.in/nic।
সরকারি ও বেসরকারি চাকরির সঠিক আপডেট সবার আগে পাবেন আমাদের ফেসবুক পেজ এ। পাশাপাশি নিয়মিত সার্চ করুন আমাদের ওয়েবসাইট।