ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হয়ে গেল সর্বভারতীয় আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল আপ।

অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে ৬ আগস্ট, ২০২১ পর্যন্ত।

ফর্ম ফিল আপ এর লিঙ্ক -  CLICK HERE 

ফর্ম ফিল আপ এর গাইড সহ অন্যান্য তথ্য - CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি -  CLICK HERE

আগামী ১২ সেপ্টেম্বর, ২০২১ এ সারা দেশ জুড়ে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট বা NEET UG) পরীক্ষা নেওয়া হবে। 

এই বছরে কাগজ - কলমেই এই পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে না। বাংলা সহ মোট ১৩ টি ভাষায় এই পরীক্ষা হবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়লোজির ওপর মোট ১৮০ টি অবজেক্টিভ টাইপের (MCQ) প্রশ্ন হবে। মোট সময় ৩ ঘণ্টা। দুপুর ২ টা থেকে  বিকেল ৫ টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাশ করলে ভর্তি হওয়ার সুযোগ মিলবে এই সমস্ত কোর্সে- MBBS/BDS/BAMS/BSMS/BUMS/BHMS ও অন্যান্য আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্স। এর পাশাপাশি এই পরীক্ষার ফলাফল বি এস সি নার্সিং কোর্সে ভর্তির ক্ষেত্রেও বিবেচনা করা হবে। 

বর্তমান কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব, বিধি - নিষেধ ও নিয়ম মেনেই পরীক্ষার আয়োজন করা হবে। প্রসঙ্গত, পূর্বে দেশের মোট ১৫৫টি শহরে পরীক্ষাকেন্দ্র ছিল কিন্তু করোনা মহামারীর কারণে তা বাড়িয়ে ১৯৮টি শহর করা হয়েছে যাতে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব সুস্থ ভাবে বজায় থাকে। শহরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রগুলির সংখ্যাও বৃদ্ধি পেয়ে ৩৮৬২টি হয়েছে। পরীক্ষা কেন্দ্রে যথাযথ স্যানিটাইজেশন, দূরত্ব বজায় রেখে বসার আয়োজন,  প্রত্যেক পরীক্ষার্থীদের মাস্ক প্রদান এর ব্যবস্থা রাখা হবে।

আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ন্যাশানাল টেস্টিং এজেন্সির এই ওয়েবসাইটে - https://ntaneet.nic.in/ । 

 

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ