ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এইবছর মেডিক্যালের পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা নেওয়া হবে ১১ সেপ্টেম্বর। প্রসঙ্গত, NEET, PG ২০২১ এর পরীক্ষা হওয়ার কথা ছিল  ১৮ই এপ্রিল, ২০২১। কিন্তু করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য-সুরক্ষার কথা পর্যালোচনা করে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। 

মেডিক্যাল সায়েন্স বোর্ড (NATIONAL BOARD OF EXAMINATIONSIN MEDICAL SCIENCES) সূত্রে খবর মোট 175063 জন ছাত্রছাত্রী এবারে মেডিক্যালের পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর আগে ১৮ই এপ্রিল, ২০২১ এর পরীক্ষা নেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। নতুন করে আবার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এই মর্মে খুব শীঘ্রই বোর্ড এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে। 

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য-সুরক্ষার কথা পর্যালোচনা করে ২৬০ টির ও বেশি শহরে প্রায় ৮০০ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে মেডিক্যাল সায়েন্স বোর্ড এর এই অফিসিয়াল ওয়েবসাইটে - https://natboard.edu.in/। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ