NCSM Recruitment: সায়েন্স মিউজিয়াম এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 12/2022।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - আর্টিস্ট - এ
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। দুই বছরের কোর্স করে থাকলে ১
বছরের এবং এক বছরের কোর্স করে থাকলে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা। শুরুতেই বেতন প্রায় ৩৫,২৭৬/- টাকা।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং/অথবা ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
গুয়াহাটি অঞ্চলে নিয়োগ করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.rscguwahati.gov.in অথবা https://ncsm.gov.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Project Coordinator, Regional Science Centre, Guwahati, Jawaharnagar, Khanapara, Guwahati - 781022 '।
খামের উপর লিখতে হবে - " Application for the post of Artist 'A' (Advertisement No. 12/2022) "
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.rscguwahati.gov.in অথবা https://ncsm.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ