ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক - কেন্দ্রীয় সরকারের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন স্ব শাসিত সংস্থা  'ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্স' সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে, NBEMS -এর অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু হবে ১৫ জুলাই, ২০২১ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ আগস্ট ২০২১। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(১)  পোস্ট - সিনিয়র অ্যাসিস্ট্যান্ট 

মোট শূন্যপদ - ০৮ 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ। 

বয়সসীমা - বয়স হতে হবে ১৪ আগস্ট,২০২১ অনুযায়ী  ২৭ বছরের মধ্যে।

(২) পোস্ট - জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 

মোট শূন্যপদ - ৩০ 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। সেইসঙ্গে কম্পিউটার এ কাজের জ্ঞান থাকতে হবে। 

বয়সসীমা - বয়স হতে হবে ১৪ আগস্ট, ২০২১ অনুযায়ী ২৭ বছরের  মধ্যে।

(৩) পোস্ট - জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট

মোট শূন্যপদ - ০৪ 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক বা স্ট্যাটিস্টিক্সে গ্রাজুয়েট অথবা 
কমার্স গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য।  কম্পিউটার বেসড অ্যাকাউন্টিং এর কাজে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 

বয়সসীমা - বয়স হতে হবে ১৪ আগস্ট, ২০২১ অনুযায়ী ২৭ বছরের কম।

 উপরিউক্ত সবকটি পোস্টের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।  কোন শ্রেণীর প্রার্থীদের জন্য কতটা ছাড় রয়েছে তার তালিকা নীচে দেওয়া হল - 


নিয়োগ পদ্ধতি

পরীক্ষা নেওয়া হবে দুটি ধাপে।  প্রথম ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। অবজেক্টিভ  টাইপের ২০০ নম্বরের পরীক্ষায় মোট ২০০ টি  প্রশ্ন থাকবে এই সকল বিষয়ে -  General Intelligence & Reasoning , General Awareness , Quantitative aptitude , English Comprehension। সময় ৩ ঘণ্টা। এরপর দ্বিতীয় ধাপেরপরীক্ষায় স্কিল টেস্ট নেওয়া হবে। এই পর্যায়ে মোট ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে ৭৫ মিনিট। কোনো ইন্টারভিউ নেওয়া হবে  না। মেধা তালিকা তৈরি হবে দুটি ধাপের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে, NBEMS -এর অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদন করার জন্য আবেদনকারীর নিজের একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডি থাকা চাই। নিয়োগ প্রক্রিয়া চলা পর্যন্ত এই দুটোই চালু রাখতে হবে, কারণ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য SMS অথবা e-mail এর মাধ্যমেই পাঠানো হবে। আবেদন করার পর আপনার আবেদন পত্র, কনফারমেশন পেজ এবং ই-এডমিট কার্ডটির একটি প্রিন্ট আউট বের করে নেবেন। পরবর্তীকালে এগুলির প্রয়োজন পড়বে।  আবেদনের ফি  অসংরক্ষিত এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের ১৫০০ টাকা (SC /ST / PwD এবং মহিলাদের কোনো আবেদন ফি লাগবে না)। 

এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্স-এর অফিশিয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ