ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কর্মী নিয়োগ করছে নাবার্ড।

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ১০ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

আবেদন এর অনলাইন পোর্টাল চালু হবে ১৫ সেপ্টেম্বর, ২০২২ এ। তাই এখন আবেদন এর কোনও লিঙ্ক পাবেন না।

 

আরও পড়ুনঃ স্টেট ব্যাঙ্কে ৫ হাজার ক্লার্ক নিয়োগ

 

পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আগাম খবর প্রকাশ করা হল। 

কারা আবেদনের যোগ্য

কমপক্ষে ৫০% নম্বর নিয়ে যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

তবে এসসি/এস্তি/প্রতিবন্ধি/এক্স-সার্ভিসম্যান দের ক্ষেত্রে পাস গ্র্যাজুয়েট হলেই হবে, নম্বরের কোনও বিধিনিষেধ নেই। 

বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২১ থকে ৩৫ বছরের মধ্যে।

শুন্যপদ ১৭৩ টি।

 

আরও পড়ুনঃ বয়স্ক মহিলার স্বাধীন পদক্ষেপের ভিডিও ভাইরাল

 

বেতনক্রম ১৩,১৫০ টাকা থেকে ৩৪৯৯০ টাকা। শুরুতে মাসিক  বেতন প্রায় ৩২ হাজার টাকা। 

কীভাবে প্রার্থী বাছাই হবে, ফর্ম ফিলাপ কীভাবে করবেন, কত টাকা লাগবে ফর্ম ফিলাপ করতে – এমন বিস্তারিত তথ্য ১৫ সেপ্টেম্বর, ২০২২ এ জানা যাবে। 

সঠিক তথ্য পেতে ফলো করুন স্কিল বেঙ্গল এর ফেসবুক পেজওয়েবসাইট

অফিসিয়াল বিজ্ঞপ্তি – SEE PDF File

আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট - https://www.nabard.org/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ