NIELIT তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (NIELIT) তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - A-12/7/2022-Administrator।
আরও পড়ুনঃ
ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ২০ জুলাই, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ফিনান্সিয়াল কন্ট্রোলার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী ও ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
২) অ্যাডমিনিস্ট্রেটিভ কাম ফাইন্যান্স অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
৩) সিনিয়র ফাইন্যান্স অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
৪) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফাইন্যান্স
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ হাত দিয়ে পদ্মা সেতুর নাট বল্টু খুলে পুলিশি হেফাজতে বাংলাদেশি যুবক
৫) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিন
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
৬) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
৭) অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটারে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
৮) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটারে ও শর্ট হ্যান্ড এ দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ এবার পিরিয়ডস এর ডেট মনে করিয়ে দেবে Whatsapp
৯) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটারে ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
১০) সায়েন্টিস্ট D
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখাতে বি.ই/বি.টেক বা এম.ই/এম.টেক বা পি এইচ ডি ডিগ্রী সহ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
১১) সায়েন্টিস্ট C
শূন্যপদ - ২টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখাতে বি.ই/বি.টেক বা এম.ই/এম.টেক বা পি এইচ ডি ডিগ্রী সহ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
১২) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২৪টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখাতে বি.ই/বি.টেক বা এম.ই/এম.টেক বা এমসিএ/এম.এসসি/ডিপ্লোমা সহ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ এবার ইন্টারনেট ছাড়াই মেল ব্যবহার করতে পারবেন, জানুন সিক্রেট টিপস
১৩) লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ লাইব্রেরী সায়েন্স এ গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ কম্পিউটারে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
১৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.এসসি/বিসিএ ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
১৫) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.এসসি/বিসিএ ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পোস্ট অনুযায়ী বেতনক্রম জানতে দেখুন NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nielit.gov.in।
নির্বাচন পদ্ধতি
পোস্ট অনুযায়ী ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
তবে প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে।
আরও পড়ুনঃ গাড়ির মধ্যে মৃত দেহের স্তূপ ! বাকিদের অবস্থা আশঙ্কাজনক
কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে লিখিত পরীক্ষার পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।
পরীক্ষার সিলেবাস, ধরণ, নম্বর, অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানতে দেখুন NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nielit.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nielit.gov.in এর মাধ্যমে ২০ জুলাই, ২০২২ এর মধ্যে।
আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
লেভেল - ১০ গ্রেড পে এর অন্তর্গত পোস্ট গুলির জন্য আবেদন মূল্য ৮০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা /এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে মূল্য কেবল ৪০০/- টাকা।
আরও পড়ুনঃ ভারতীয় নৌ বাহিনীতে অগ্নিপথ স্কিমে সেনাকর্মী নিয়োগ
লেভেল - ৬ গ্রেড পে এর অন্তর্গত পোস্ট গুলির জন্য আবেদন মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা /এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে মূল্য কেবল ৩০০/- টাকা।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমগুলোর দ্বারা।
একাধিক পোস্টে আবেদন করা যাবে। তবে রেজিস্ট্রেশন কেবল একবারই করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nielit.gov.in।