ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) প্রজেকশন রুম অপারেটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রের লাইসেন্স বা সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

আরও পড়ুনঃ Urgent Recruitment: ১০ টি সংস্থায় কর্মী নিয়োগ

২) হিন্দি টাইপিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

৩) চিফ অ্যাকাউন্টস অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ICWA/CA পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল প্রার্থীদের ট্রেড টেস্ট/লিখিত পরীক্ষা এবং অথবা ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

SRFTI এর অফিসিয়াল ওয়েবসাইট http://srfti.ac.in থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Director, Satyajit Ray Film & Television Institute, E.M.Bypass Road, P.O. Panchasayar, Kolkata - 700094 '।

আবেদন মূল্য ১২০০/- টাকা।

 

আরও পড়ুনঃ ২০ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm  অথবা www.onlinesbi.com এর মাধ্যমে।

একাধিক পোস্টে আবেদন করার ক্ষেত্রে পৃথকভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SRFTI এর অফিসিয়াল ওয়েবসাইট http://srfti.ac.in

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ