প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিয়ন, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - PU/2022/2/NT/GEN/04।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
আবেদন করতে হবে অনলাইনে ৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।
আরও পড়ুনঃ গরমে এবার পুলিশ কুকুরদের পায়ে জুতো এবং চোখে সানগ্লাস
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জুনিয়র পিয়ন
শূন্যপদ - ১৫টি (Gen - 7, SC - 5, ST - 1, OBC A - 1, PH - 1)
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা ও ইংরেজি ভাষাতে লেখার ও পড়ার দক্ষতা থাকলে ভালো।
বেতনক্রম - ১৮,৫০০/- টাকা - ৪৭,৬০০/- টাকা
২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৭৮টি (Gen - 41, SC - 17, ST - 5, OBC A - 8, OBC B - 5, PH - 2)
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার এবং ইংরেজি ভাষাতে দক্ষতা থাকলে ভালো।
বেতনক্রম - ২৭,৫০০/- টাকা - ৭০,৬০০/- টাকা
৩) জুনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২৩টি (Gen - 10, SC - 6, ST - 2, OBC A - 2, OBC B - 2, PH - 1)
যোগ্যতা - লাইব্রেরী সায়েন্স বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে। এ
ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন বিষয়ে জ্ঞান থাকলে ভালো।এবং ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন বিষয়ে জ্ঞান থাকলে ভালো।
বেতনক্রম - ৩৫,৮০০/- টাকা - ৯২,১০০/- টাকা
৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৪টি (Gen - 2, SC - 1, ST - 1)
যোগ্যতা - স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এসসি/বিসিএ/ডিপ্লোমা থাকতে হবে।
এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার সায়েন্স বিষয়ে এমসিএ/এমএসসি ডিগ্রী থাকলে ভালো।
বেতনক্রম - ৩৫,৮০০/- টাকা - ৯২,১০০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
প্রবেশন পিরিয়ড - ১ বছর
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://presiuniv.ac.in/web/universitystaff/।