মিসলেনিয়াসের নন-জয়েনিং এ ১৫৪ জনের চাকরি
স্কিল বেঙ্গল ডেস্কঃ মিসলেনিয়াস ২০১৮ র (MISCELLANEOUS SERVICES RECRUITMENT EXAMINATION,2018 (ADVT. NO.29/2017) নন-জয়েনিং সিট এ ১৫৪ জনের চাকরির কথা ঘোষণা করল পি এস সি।
এই ১৫৪ জনের মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর পোস্টে ৬৮ জন, কনজুমার ওয়েলফেয়ার অফিসার পোস্টে ২৯ জন, ব্যাকঅয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এর ইন্সপেক্টর পোস্টে ১৯ জন, সেভিংস ডেভলপমেন্ট অফিসার পোস্টে ১৩ জন, কারেকশনাল হোমস এর কন্ট্রোলার পোস্টে ৫ জন, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার পোস্টে ২ জন, ওয়েস্টবেঙ্গল সাব অর্ডিনেট লেবার সার্ভিসে ১৮ জনের নাম মেধা তালিকায় রয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Now
আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন পি এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট - https://wbpsc.gov.in/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ