WBCS প্রিলি পরীক্ষার জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল PSC
স্কিল বেঙ্গল ডেস্কঃ আগামী ১৯ জুন রবিবার WBCS ২০২২ এর প্রিলি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সুবিধের জন্য ওইদিন মেট্রো রেল সকাল সাড়ে ৮ টা থেকে চলবে। অন্যান্য দিনের থেকে অতিরিক্ত আরও ৪ টি ট্রেন চলবে, এমনটাই পি এস সি সূত্রে খবর।
পি এস সি'র অফিসিয়াল বিজ্ঞপ্তি
ই অ্যাডমিট কার্ড ডাউনলোড - Download Now
প্রসঙ্গত, WBCS প্রিলি ২০২২ এর পরীক্ষা নেওয়া হবে আগামী ১৯ জুন, ২০২২ দুপুর ১২ টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত।
আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট - https://wbpsc.gov.in/ ।
এবার দেখে নিন মোট আড়াই ঘন্টার প্রিলিমিনারি পরীক্ষায় কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে এবং মোট কত নম্বরের পরীক্ষা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস
|
(i) |
English Composition |
25 |
Marks |
|
(ii) |
General Science |
25 |
Marks |
|
(iii) |
Current events of National & International Importance |
25 |
Marks |
|
(iv) |
History of India |
25 |
Marks |
|
(v) |
Geography of India with special reference to West Bengal |
25 |
Marks |
|
(vi) |
Indian Polity and Economy |
25 |
Marks |
|
(vii) |
Indian National Movement |
25 |
Marks |
|
(viii) |
General Mental Ability |
25 |
Marks |
|
|
Total Time- 2.30 hrs |
200 |
|