ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ফরেন্সিক সায়েন্স এর মাস্টার্স ডিগ্রী কোর্সে ভর্তি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস।  আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ অক্টোবর, ২০২১ এর মধ্যে।
কোর্সের মেয়াদ ২ বছর।

 Download: Masters in Forensic Science - Admission Details & Syllabus (.pdf)
  Download: Masters in Forensic Science - Updated Admission Notice (.pdf)
 Download: Masters in Forensic Science - Application Form

যোগ্যতা - কমপক্ষে ৫০% (এস সি/এস টি এর ক্ষেত্রে ৫% নম্বর ছাড়) নম্বর সহ ফিজিক্স/কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি/বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি/ কম্পিউটার সায়েন্স/বোটানি/জুওলজি/অ্যানথ্রোপলজি/ ম্যাথেমেটিকস - এ বি.এসসি জেনারেল/অনার্স ডিগ্রী বা  এল এল বি তে বি.এসসি ডিগ্রী পাশ। 

প্রাকটিক্যাল কোর্স করানো হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (কলকাতা) তে । 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ অক্টোবর, ২০২১ এর মধ্যে। আবেদনপত্রের বয়ান এর লিঙ্ক নীচে দেওয়া হল - 

Download: Masters in Forensic Science - Application Form


আবেদন ফি ২০০০/- টাকা।  জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। প্রয়োজনীয় ডকুমেন্ট সহ  আবেদনপত্র পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে জমা করতে হবে এই ঠিকানায় - ' The office of the Registrar, West Bengal National University of Juridicial Sciences, Kolkata, 12, LB Block, Sector - III, Salt Lake City, Kolkata - 700106 '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NUJS এর অফিসিয়াল ওয়েবসাইট - www.nujs.edu

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ