ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ লকডাউনে এখন বাড়িতেই স্কুল। অনলাইনেই ক্লাস, হোম টাস্ক - এমনকি পরীক্ষাও। ফলে স্কুল পড়ুয়াদের বেশিরভাগ সময়টাই কাটাতে হচ্ছে অনলাইনে। অনলাইনের ঠেলায় পাঠ্যপুস্তক পড়ার অবস্থাই তথৈবচ সেখানে গল্প বই বা অন্য কোনও বই পড়া অনেকেরই প্রায় বন্ধ হতে বসেছে। 

তাই পড়ুয়াদের বই মুখী করে তুলতে বা বলা যেতে পারে বই পড়ার অভ্যাস বজায় রাখতে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্কুল কানেক্ট টিমের উদ্যোগে আয়োজন করা হল এক অভিনব উদ্যোগ।

আয়োজন করা হয়েছে এক প্রতিযোগিতার, নাম- " লকডাউনে বাড়িতে বসে পাঠ্যপুস্তক ছাড়া আর কোন  বই পড়লে ? শেয়ার করো  বই পড়ার অভিজ্ঞতা" । 

লকডাউনে বাড়িতে বসে স্কুল পড়ুয়ারা পাঠ্যপুস্তক ছাড়া  যে  বই পড়েছে তার অভিজ্ঞতা শেয়ার  করতে হবে অনলাইন প্লাটফর্মে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গোটা বিশ্ব শুনবে স্কুল পড়ুয়ার সেই বই পড়ার অভিজ্ঞতা । 

প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনও পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।  প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র। আর প্রথম ৩ জন পাবে বিশেষ পুরস্কার। 

নাম নথিভুক্তির লিঙ্ক - https://bit.ly/3jMoe0K 

এই লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে। ফর্মে জানাতে হবে এই সমস্ত তথ্য-  নাম, মেল আই ডি, স্কুলের নাম, কোন ক্লাস, যে বই পড়া হয়েছে তার নাম, প্রিয় লেখক / লেখিকার নাম , প্রিয় বই এর নাম এবং যোগাযোগের ফোন নম্বর। 

ফর্ম ফিল আপ করলে  ম্যাকাউটের  স্কুল কানেক্ট টিমের সদস্যেরা ফোন করে সমস্ত বিষয় জানিয়ে দেবেন। অনলাইনে শেয়ার করতে হবে এই সমস্ত অভিজ্ঞতা- 

 

আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 8617703420 (only whatsapp) বা দেখুন এই ২ টি ওয়েবসাইট  ১)  https://schoolconnect.makautwb.net/  ২) https://makautbengali.blogspot.com/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ