ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এই বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২০ জুলাই। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ  এর ডিরোজিও ভবনে ওইদিন সকাল ৯ টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।  পর্ষদ সূত্রে খবর, ওইদিন সকাল ১০ টা থেকে ছাত্রছাত্রীরা মোট ১২ টি ওয়েবসাইট, এস এম এস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে। 

  অফিসিয়াল বিজ্ঞপ্তি     CLICK HERE

 

কীভাবে দেখা যাবে ফলাফল

 

ওয়েবসাইট

 

1) www.wbbse.wb.gov.in

2) http://wbresults.nic.in

3) www.exametc.com

4) www.anandabazar.com

5) www.telegraphindia.com

6) www.abpeducation.com

7) www.indiaresults.com

8) www.jagaranjosh.com

9) www.results.siksha

10) www.news18bangla.com

11) www.24ghanta.com

12) www.wb10.abplive.com

 

এছাড়াও আগে থেকে রেজিস্ত্রেসান নম্বর ও মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করে রাখা যেতে পারে। রেজাল্ট বেরোলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে পরীক্ষার্থীর রেজাল্ট এস এম এস করে দেওয়া হবে। নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে-  www.exametc.com । 

গুগল প্লে স্টোর থেকে Madhyamik Result 2021 অ্যাপ ডাউনলোড করে নিলে সেখান থেকেও রেজাল্ট জানা যাবে। 

 

 

 

 

 

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ