মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
স্কিল বেঙ্গল ডেস্কঃ মিসলেনিয়াস ২০১৯ এর মেন পরীক্ষায় পাশ করেছেন মোট ১৬৯৬ জন। এই ১৬৯৬ জন পাশ পরীক্ষার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর পারসোনালিটি টেস্ট নেওয়া হবে।
আরও পড়ুন -
কাট অফ মার্কস
GENERAL- 248.0
B.C. - A 248.0
B.C.-B 248.0
S.C. - 245.0
S.T. - 207.0
PH(VH) - 189.0
PH(HI) - 172.0
PH(OH) - 228.0
MSP - 220.0
নাম রোল নম্বর সহ সম্পূর্ণ তালিকা - Download PDF
এর আগে অন্যান্য পরীক্ষায় দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। পরীক্ষার্থীদের দাবি ছিল সব পরীক্ষায় রোল নম্বর, নাম, কাট অফ মার্কস, ক্যাটেগরি প্রকাশ করতে হবে। ।
নাম, রোল নম্ব্র, ক্যাটেগরি প্রকাশ করায় স্বাভাবিকভাবেই আশাবাদী পরীক্ষার্থীরা।