ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ২০২১ - ২৩ শিক্ষাবর্ষে এম বি এ কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর,২০২১।

যোগ্যতা


কমপক্ষে ৫০% ( সংরক্ষিত শ্রেণীর জন্য ৪৫%) নম্বর সহ যে কোন শাখার গ্র্যাজুয়েট রা  আবেদনের যোগ্য। তবে ফাইন আর্টস এবং পারফর্মিং আর্টস এ গ্র্যাজুয়েট রা এই কোর্সের জন্য যোগ্য নন। 


যোগ্যতা সাপেক্ষে নভেম্বর ২০২০ থেকে আগস্ট ২০২১ এর মধ্যে যারা CAT, XAT, CMAT, ATMA, MAT, GMAT, JMET, WBJEMAT প্রভৃতি পরীক্ষাতে বসেছে ও ভ্যালিড স্কোর আছে তারা ভর্তির জন্য আগে সুযোগ পাবে।


তারপরেও যদি আসন শূন্য থাকে তখন গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরী করা হবে এবং ভর্তি নেওয়া হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দুটি অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর,২০২১। ওয়েবসাইট দুটি হল - www.nbu.ac.in / www.mba.nbu.ac.in

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.nbu.ac.in  বা ফোন করতে পারেন এই নম্বরে - : 0353-2776376, +91 6295872012, +91 9832329488। বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিগুলিতে -
officials.mba@nbu.ac.in/ nbuadmission.mba@gmail.com।
ঠিকানা -
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
রাজা রামমোহনপুর, 
পো: - উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
শিলিগুড়ি - ৭৩৪০১৩

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ