ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ভারতীয় এবং বিদেশি ভাষার উপর সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ১০ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

কোর্সের মেয়াদ ১বছর। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৭ জানুয়ারি, ২০২২ এ । ক্লাস শুরু ২০২২ এর ফেব্রুয়ারি মাসে। 
সপ্তাহে দুদিন ক্লাস। ক্লাস হবে বিকেল ৫টা থেকে ৮টার মধ্যে। তবে এক বছরের লিঙ্গুইস্টিকস সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে ক্লাস হবে তিন বার। করোনা পরিস্থিতি অনুযায়ী অনলাইন এবং অফলাইনে ক্লাস হবে। অনলাইনে গুগল মিট এ ক্লাস করানো হবে।

Notice for Admission in Language & Linguistic Courses 2022 - School of Language & Linguistics (SSL)

যে যে ভাষার উপর কোর্স করানো হবে সেগুলি হল - 
১. বাংলা
২. হিন্দি
৩. সংস্কৃত
৪. ফ্রেঞ্চ
৫. জার্মান
৬. স্প্যানিশ
৭. ইতালিয়ান
৮. পর্তুগীজ
৯. কোরিয়ান
১০. জাপানিজ
১১. চাইনিজ
১২. ইংরেজি
১৩. লিঙ্গুইস্টিকস

যোগ্যতা

উচ্চমাধ্যমিক পাশ। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট কোর্স এবং অ্যাডভান্সড ডিপ্লোমার ক্ষেত্রে  সংশ্লিষ্ট ভাষায় ডিপ্লোমা থাকা চাই। তবে সংশ্লিষ্ট ভাষায় দক্ষতার প্রমাণ দেখাতে পারলে সরাসরি ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল admission.jdvu.ac.in/languages এ ১০ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

আবেদন ফি ১০০/- টাকা। টাকা জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - http://www.jaduniv.edu.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ