ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। 
আবেদন করতে হবে অনলাইনে ১০ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) চিফ টেকনিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৫৮ বছরের মধ্যে।

 

২) চিফ ডিজিট্যাল অফিসার 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বিজনেস টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ ডিজিট্যাল মার্কেটিং বা সমতুল্য বিষয়ে গ্র্যাজুয়েট/মাস্টার্স ডিগ্রী এবং

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৫৮ বছরের মধ্যে।

 

৩) চিফ ইনফরমেশন সিকিউরিটি

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৫৮ বছরের মধ্যে।

 

নির্বাচন পদ্ধতি 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তিন বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

মুম্বাই অঞ্চলের অফিসে নিয়োগ।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে LIC এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/Bottom-Links/careers এর মাধ্যমে ১০ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ১০০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না। 

কিন্তু GST বাবদ মূল্য সকল ক্যাটাগরির ক্ষেত্রেই জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যম গুলির দ্বারা।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন LIC এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/Bottom-Links/careers

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ