ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারত সরকারের মিন্ট এর অধীনস্থ কলকাতার টাঁকশালে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IGMK/HR(Estt.)/Rect/01/2022।

আরও পড়ুন-

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। আবেদন করতে হবে অনলাইনে ৭ জুন, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) এনগ্রেভার

শূন্যপদ - ১টি(স্কাল্পচার), ২টি (মেটাল ওয়ার্কস)

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৭ জুন, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৩,৯১০/- টাকা - ৮৫,৫৭০/- টাকা

 

২) জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি প্রতি মিনিটে ৪০টি ইংরেজি শব্দ/৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৭ জুন, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২১,৫৪০/- টাকা - ৭৭,১৬০/- টাকা

প্রবেশন পিরিয়ড - ১ বছর।

নির্বাচন পদ্ধতি

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কম্পিউটারে টাইপিং টেস্ট ও অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

টাইপিং টেস্টে পাশ করলে লিখিত পরীক্ষা দিতে পারা যাবে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে।

১৬০ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা।

আরও পড়ুন- এইমস কল্যাণীতে বিভিন্ন পদে নিয়োগ

এনগ্রেভার পোস্টের ক্ষেত্রে অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। ১২৫ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা।

 

পরীক্ষার সম্ভাব্য সময় সীমা জুন - জুলাই মাস।

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে কলকাতা মিন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://igmkolkata.spmcil.com এ ৭ জুন, ২০২২ এর মধ্যে।

ইন্টিমেশান চার্জ বাবদ আবেদন মূল্য ৬০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশান চার্জ বাবদ কেবল ২০০/- টাকা জমা করতে হবে।  

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

একাধিক পোস্টে আবেদন করা যাবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কলকাতা মিন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://igmkolkata.spmcil.com

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ