ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বিভিন্ন পোস্টে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে কলকাতা পুলিশ (Kolkata Police Recruitment)।

বাংলা ভাষায় লিখতে , বলতে এবং কথা বলতে পারার সঙ্গে পোস্ট অনুযায়ী সংশ্লিষ্ট যোগ্যতা থাকতে হবে।

নিয়োগ করা হবে এই ৫ টি পোস্টে – Pathologist, Chemist, X-Ray Technician,  Lab Technician এবং Lab Attendant।

পোস্ট অনুযায়ী মাসিক বেতন ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। 

আবেদন করতে হবে অনলাইনে ৪ নভেম্বর, ২০২২ এর মধ্যে এই ওয়েবসাইটে- https://recruitment.kolkatapolice.org/ । 

 

যোগ্যতা। Kolkata Police Recruitment Eligibility

 

১) Pathologist – প্যাথোলজি তে এম ডি। 

২) Chemist - Chemistry/Phy siology/Bioche mistry তে এম এস সি এবং এম ফিল / পি এইচডি। 

৩) X-Ray Technician – উচ্চমাধ্যমিক এবং রেডিওলজি টেকনোলজি তে ডিপ্লোমা। 

৪) Lab Technician - উচ্চমাধ্যমিক এবং ল্যাবরেটরি টেকনোলজি তে ডিপ্লোমা।

৫) Lab Attendant- ফিজিক্স / কেমিস্ট্রি/ বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের জ্ঞান। 

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১ জুলাই ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 

 

নির্বাচন পদ্ধতি | Kolkata Police Recruitment process

 

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ১০ নম্বরের ইন্টারভিউ আছে।

তবে লিখিত পরীক্ষা হবে কিনা তা নির্ভর করবে কতগুলো আবেদনপত্র জমা পড়ছে তার ওপর।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের ওয়েবসাইট - https://recruitment.kolkatapolice.org/ 

আবেদনের শেষ তারিখ – ৪ নভেম্বর, ২০২২।

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট - https://www.kolkatapolice.gov.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ