রাজ্যের পুরসভাতে স্থায়ী পদে কর্মী নিয়োগ
সুদীপ ঘোষ: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কামারহাটি পুরসভা। নেওয়া হবে পিওন ও মজদুর পোস্টে।
এখন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।
আরও পড়ুন -
আবেদনপত্রের অফিসিয়াল বয়ান - Download now
নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি - Read Now
ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা লিখতে পড়তে পারলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১ মে, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
শূন্যপদ - ১) পিওন - ২ টি (জেনারেল-১, ওবিসি- এ-১)
২) মজদুর - ৩টি (জেনারেল-২, এস. সি-১)
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
বেতনক্রম - ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। ফর্ম পাবেন ওপরের দেওয়া লিঙ্কে । একজন ব্যক্তি একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
পূরণ করা আবেদনপত্র অফিসে রাখা ড্রপ বক্স / কুরিয়ার পোস্ট / রেজিস্টার্ড পোস্ট বা সাধারণ ডাকের মাধ্যমে ৭
জুন, ২০২২ বিকেল ৪ টের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায় - চেয়ারম্যান, কামারহাটি পুরসভা। ১, এম. এম ফিডার রোড, পোস্ট- বেলঘরিয়া, নর্থ চব্বিশ পরগনা কলকাতা- ৭০০০৫৬।
আবেদনপত্রের সঙ্গে দেবেন নিম্নলিখিত স্ব-প্রত্যয়িত ডকুমেন্ট -
ক) বয়সের প্রমাণপত্র।
খ) প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
গ) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
ঘ) ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ নিজের নাম ঠিকানা লেখা ২টি খাম।
ঙ) স্ব- প্রত্যয়িত নিজের ৩ টি(৪.৫×৩.৫ সেমি) ছবি (একটি ফর্মে পেস্ট করতে হবে)।
আরও বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট - https://kamarhatimunicipality.org/ ।