কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কমিউনিটি অর্গানাইজার পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কমিউনিটি অর্গানাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - KMC/NULM/01/2021-2022। দীনদয়াল অন্তদয়া যোজনা (DAY - NULM) র অধীন চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ১৭আগস্ট, ২০২১ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE
শূন্যপদের সংখ্য
মোট শূন্যপদ - ৩২টি (UR - 7, UR (Exempted Category) - 5, UR (Ex-serviceman for Group - 'D') - 3, UR (Persons with disability for blindness and low vision) - 1, SC - 5, SC (Exempted Category) - 2, SC (Ex-serviceman for Group - 'D') - 1, ST - 2, OBC-A - 2, OBC-A (Exempted Category) - 1, OBC-B - 2, OBC-B (Exempted Category) - 1 ) ।
বয়সসীমা
বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় আছে।
যোগ্যতা
যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সামাজিক উন্নয়নের কাজে ৩ - ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। কম্পিউটারে মাইক্রোসফট অফিসের কাজে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
এক বছরের চুক্তিতে মাসিক ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে। তবে পরবর্তীকালে ভালো কাজ করলে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রের তথ্যাদির উপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ / ভাইভা ভয়েস টেস্টের জন্য ডাকা হবে।
তবে মনে রাখতে হবে, নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় দুই কপি নিজের ছবি সহ সকল ডকুমেন্টের অরিজিনাল কপিগুলো নিয়ে যেতে হবে। না হলে প্রার্থীকে ডিসকোয়ালিফাই করা হতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ১৭আগস্ট, ২০২১ এর মধ্যে। প্রথমে কে এম সি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটটি হল - www.kmcgov.in।
আবেদনপত্রের বয়ান CLICK HERE
তারপর তা পূরণ করে নিম্নলিখিত ঠিকানাতে রাখা ড্রপ বক্সে জমা করতে হবে।
ঠিকানা -
Department of Social Welfare & Urban Poverty Alleviation
1, Hogg Street
Top Floor
Kolkata - 700 087
এই পদের জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট - www.kmcgov.in।