ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে এনএসকিউএফ (National Skills Qualifications Framework) এর অধীনে জার্নালিজম ও মাসকমিউনিকেশন এর ডিগ্রী কোর্সে  (B.Voc) ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে ৫ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।

কোর্সের মেয়াদ তিন বছর। সি বি সি এস মোডে মোট ৬টি সেমেস্টার হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র ছাত্রীদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিদিন ক্লাস করা বাধ্যতামূলক।

এই কোর্সটি করলে যে যে সম্ভাব্য ক্ষেত্রে চাকরি করা যাবে সেগুলি হল - বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে পাবলিক রিলেশন অফিসার, মিডিয়া অফিসার হিসেবে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া হাউস এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া হাউস। 

কোনো কারণে কোনো ছাত্র বা ছাত্রী কোর্সের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কোর্সটি ছেড়ে দেয়, তাহলেও সে যতগুলি পর্যায়ে কোর্সটি করেছে সেই অনুযায়ী সার্টিফিকেট বা ডিপ্লোমা পাবে। যথা -
১) সেমেস্টার ১ পর্যন্ত কোর্স করলে সার্টিফিকেট পাবে।
২) সেমেস্টার ২ পর্যন্ত কোর্স করলে ডিপ্লোমা পাবে।
৩) সেমেস্টার ৪ পর্যন্ত কোর্স করলে অ্যাডভান্স ডিপ্লোমা পাবে।
৪) সেমেস্টার ৬ অর্থাৎ সম্পূর্ণ কোর্সটি করলে ব্যাচেলর অফ ভোকেশনালের ডিগ্রী পাবে।

যোগ্যতা


যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদনের যোগ্য।

ভর্তির পদ্ধতি


উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বর এবং মৌখিক পরীক্ষার ( অনলাইন/টেলিফোনিক/অফলাইন) ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে  ৫সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।  

কোর্সের সিলেবাস, আবেদনের জন্য কি কি তথ্য জমা দিতে হবে, কি ভাবে আবেদন করতে হবে - এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.klyuniv.ac.in
বা ফোন করতে পারেন এই হেল্প লাইন নম্বরে - 9748881506।
বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে -
onlinekuhelpdesk@gmail.com।

বিশ্ববিদ্যালয়ের ঠিকানা - 
কল্যাণী বিশ্ববিদ্যালয়
কল্যাণী, নদিয়া
পশ্চিমবঙ্গ - ৭৪১ ২৩৫

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ