কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার শ্যামা প্রসাদ মুখ্যার্জী পোর্ট এর মেডিক্যাল বিভাগে মেডিক্যাল রেকর্ড কিপার নিয়োগ করা হবে। ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন - SSC র মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ
আবেদন করতে হবে ২ এপ্রিল, ২০২২ এর মধ্যে SMPK এর অফিসিয়াল ইমেল আইডি তে মেল করে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - মেডিক্যাল রেকর্ড কিপার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন/অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন - মোট ৭ টি সরকারি দপ্তরে চাকরির ফর্ম ফিলাপ চলছে, আবেদন করুন আজই
বয়স - বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
এক্স - সার্ভিসম্যানের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ২০,২০২/- টাকা (প্রথম ২ বছরের)। পরবর্তী কালে কাজের মান অনুযায়ী বৃদ্ধি পাবে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
আরও পড়ুন - চাকরি চাই ? আজই আবেদন করুন এই ১০ টি কোম্পানিতে
শর্ট সিলেক্টেড প্রার্থীদের নামের তালিকা ও ইন্টারভিউ এর দিন ইত্যাদি ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।
চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে ২ এপ্রিল, ২০২২ এর মধ্যে SMPK এর অফিসিয়াল ইমেল আইডি careers.kds@kolkataporttrust.gov.in তে মেল করে। প্রয়োজনীয় তথ্যাদির পাশাপাশি নিজের বায়োডাটা ও পাসপোর্ট ছবি মেল করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SMPK এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.kolkataporttrust.gov.in/ ।