ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আছে ১৮৬টি। শুরুতেই বেতন ৫৫,০০০/- টাকা।

 আরও পড়ুন - কর্মী নিয়োগ করছে ইন্টেলিজেন্স ব্যুরো

আবেদন করতে হবে অনলাইনে ২১ মে, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) অপারেশনস টেকনিশিয়ান
শূন্যপদ - ৯৪টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

 আরও পড়ুন - পুলিশ ফোর্সে অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পোস্টে নিয়োগ

২) বয়লার টেকনিশিয়ান
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। বয়লার অ্যাটেনডেন্ট এর সার্টিফিকেট থাকলে ভালো।

আরও পড়ুন - অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে শতাধিক কর্মী নেবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস

৩) মেন্টেনেন্স টেকনিশিয়ান (মেকানিকাল)
শূন্যপদ - ১৪টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

আরও পড়ুন - একসঙ্গে ৫ টি সংস্থায় চাকরির খোঁজ

৪) মেন্টেনেন্স টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১৭টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

চাকরি চাই কিন্তু চাকরির খোঁজ নাই ! তাহলে এই প্রতিবেদন টি আপনার জন্যই

৫) মেন্টেনেন্স টেকনিশিয়ান (ইন্সট্রুমেন্টেশন)
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

৬) ল্যাব অ্যানালিস্ট
শূন্যপদ - ১৬টি
যোগ্যতা - গণিত, ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় সহ প্রথম শ্রেণীর (কেমিস্ট্রি বিষয়ে) বি.এসসি ডিগ্রী থাকতে হবে। অথবা, কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর এম.এসসি ডিগ্রী থাকতে হবে।

৭) জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - কমপক্ষে ৪০% নম্বর সহ সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে। পাশাপাশি ভারী মোটর যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স- প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য বয়সের ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ছাড় আছে।

বেতন - ৫৫,০০০/- টাকা

মাথায় রাখতে হবে, পার্ট টাইম ও দূরশিক্ষার মাধ্যমে ডিপ্লোমা প্রাপ্ত হলে তারা আবেদন করতে পারবেন না।

এবং যারা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমার পরিবর্তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রাপ্ত হয়েছেন তারাও আবেদন করতে পারবেন না।

নির্বাচন পদ্ধতি


কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কম্পিউটার বেসড টেস্টে উত্তীর্ণ হলে স্কিল টেস্ট দিতে পারা যাবে। স্কিল টেস্টে উত্তীর্ণ হলে সেই সকল প্রার্থীরা শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে পারবেন।

দেশের মোট ২২টি শহরে কম্পিউটার বেসড টেস্ট এর জন্য পরীক্ষাকেন্দ্র এর ব্যবস্থা আছে।

পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে HPCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustanpetroleum.com  থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে HPCL এর অফিসিয়াল ওয়েবসাইটে www.hindustanpetroleum.com  এ ২১ মে, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ৫৯০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ UPI/ নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন HPCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustanpetroleum.com  বা অন্যান্য কোন জিজ্ঞাসা থাকলে ইমেল পাঠাতে হবে এই ইমেল আইডিতে - hpclvr-recruitment@mail.hpcl.co.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ